বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ জুন || রাজ্য সরকারের পাশাপাশি লোকজনদের করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য স্বাস্থ্য দপ্তরের কর্মীরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যের শহর এলাকার লোকজন স্বতর্ফূর্তভাবে ভ্যাকসিন গ্রহন করলেও প্রত্যন্ত এলাকার লোকজনেরা ভ্যাকসিন গ্রহণে অনিচ্ছা প্রকাশ করে। এরইমধ্যে দক্ষিন জেলার স্বাস্থ্য আধিকারিকের উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমার কোয়াইফাং এডিসি ভিলেজের ১৩টি জায়গায় দুইদিনব্যাপী ভ্যাকসিন প্রদানের বিশেষ শিবিরের আয়োজন করা হয়। প্রত্যন্ত এলাকায় পাহাড় বেয়ে জঙ্গলের মধ্যদিয়ে গাছের ছোট সেতু পার হয়ে লোকজনদের পরিষেবা প্রদানে এগিয়ে যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা এমনটাই চিত্র লক্ষ্য করা গেলো। দেখা যায় বীরেন্দ্র নগর হেল্থ এন্ড ওয়েল্থ সেন্টারের কমিউিটি হেল্থ অফিসার সুমীত কুড়ী তুফান পাড়া এলাকায় ছোট একটি কাঠের সেতু পার হয়ে লোকজনদের পরিষেবা প্রদানে এগিয়ে যাচ্ছে। এই ভ্যাকসিনের স্পেশাল ক্যাম্প সম্পর্কে দক্ষিন জেলার স্বাস্থ্য আধিকারিক জগদীশ নমঃ জানান, কোয়াইফাং এডিসি ভিলেজে শুক্রবার ৭টি কেন্দ্রে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে ২০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়। শনিবার ৬টি কেন্দ্রের মধ্য হয় ভ্যাকসিন প্রদানের কাজ। এই ভ্যাকসিন প্রদানে অন্যান্য
চিকিৎসকদের পাশাপাশি এগিয়ে আসলো দক্ষিন জেলার স্বাস্থ্য আধিকারিক জগদীশ নমঃ। স্বাস্থ্য দপ্তরের উদ্দ্যেগে সকলকে ভ্যাকসিন গ্রহনে এগিয়ে আসার জন্য বিশেষ আহব্বান জানানো হয়। ভ্যাকসিন প্রদানের পাশাপাশি লোকজনদের সচেতন করার প্রয়াস চালিয়ে যাচ্ছে দক্ষিণ জেলার স্বাস্থ্য দপ্তরের লোকজনেরা। স্বাস্থ্য দপ্তরের এই ধরনের উদ্দ্যোগ দেখে সকলে দক্ষিন জেলার স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সাধুবাদ জানিয়েছেন।