বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ জুন || শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বিদ্যুতের সমস্যায় ভূগছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অজয় বিশ্বাস। তিনি জানান, বর্তমানে করোনা ভাইরাসের জন্য ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এই ভ্যাকসিনগুলো ফ্রীজে রাখতে হয়। কিন্তু প্রতিনিয়ত বিদ্যুৎ আসা যাওয়ার ফলে হাসপাতালের চিকিৎসকরা চিন্তিত হয়ে থাকেন বলে জানান। বর্ষার সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকলে সৌরচালিত বিদ্যুতের বেটারি চার্জ হয় না। অপরদিকে দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ লোডসেডিং থাকলে ভ্যাকসিন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায় বলে সংবাদমাধ্যমের সামনে জানান চিকিৎসক অজয় বিশ্বাস। তিনি জানান, হাসপাতালে প্রতিনিয়ত বিদ্যুৎ পরিষেবা বিকল হয়ে থাকে। গ্রামীন এলাকা হবার ফলে বীরচন্দ্র এলাকায় বিদ্যুৎ পরিষেবার জন্য বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়। বিদ্যুৎ সমস্যা ছাড়া হাসপাতালে অন্যান্য পরিষেবা সঠিকভাবে চলছে বলে জানান চিকৎসক অজয় বিশ্বাস।