দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৯ জানুয়ারী ।। মাঘের শ্রী পঞ্চমী তিথিতে সাড়ম্বরে বিদ্যার দেবী সরস্বতী পূজোর আয়োজন প্রায় শেষ পর্যায়ে। স্কুল, কলেজ, গৃহস্তের ঘরের পড়ুয়া থেকে বিভিন্ন ক্লাবেও বন্দনা করা হয় বিদ্যার দেবী সরস্বতীর, বলা যায় যেখানেই বই, পুঁথির ঘাঁটাঘাটি স্বখানেই অবস্থান সরস্বতী। সামনেই সরস্বতী পূজো – মূর্তি পাড়ায় মৃৎ শিল্পিরা খড়, মাটি মিশিয়ে বীনা হস্তে বিদ্যাদেবীর মূর্তি তৈরীতে ব্যস্ত। হাওড়া মার্কেটে মূর্তি তৈরীতে ব্যস্ত মৃৎ শিল্পি “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন মূল্য বৃদ্ধির ছোঁয়া লেগেছে বিদ্যার দেবীর গায়ে, সব কিছুতেই দাম বেড়েছে – দর কষাকষির অনিবার্য উপস্থিতি খদ্দের আর মৃৎ শিল্পির মধ্যে।