বিজ্ঞান শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিতকরণের সিদ্ধান্ত গ্রহণে TRKSS’র অভিনন্দন র‍্যালী

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৮ জুন || ২০১২ সালে সরকারি চাকরিতে বিজ্ঞান শিক্ষক হিসেবে যোগদান করার পর ২০১৭ সালে ৫ বছর মেয়াদ পূর্ণ করার পরেও তৎকালীন সরকারের অপরিণামদর্শিতার জন্য ৯৩৮ জন বিজ্ঞান শিক্ষককে এতদিন পর্যন্ত আর্থিকভাবে বঞ্চনা করা হয়েছিল। সম্প্রতি রাজ্যের বর্তমান বিজেপি-আইপিএফটি সরকারের মন্ত্রীসভার সিদ্ধান্ত মোতাবেক এই ৯৩৮ জন বিজ্ঞান শিক্ষক-শিক্ষিকাকে নিয়মিত স্কেল প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এর সাথে সাথে ২০১৭ থেকে সমস্ত প্রকারের অর্থনৈতিক বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সরকারের এই সিদ্ধান্তে ৯৩৮টি পরিবার উপকৃত হয়েছে। এবার সরকারের এই প্রশংসনীয় সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে কল্যাণপুরে TRKSS এর উদ্যোগে এক অভিনন্দন র‍্যালিতে ছিলেন সংগঠনের নেতা গৌতম দেবরায়, গোপেন্দ্র দেবনাথ। ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। অভিনন্দন র‍্যালিতে বিজ্ঞান শিক্ষক সহ সংগঠনের সভ্য সর্মথকরা দাবি করেন বর্তমান রাষ্ট্রবাদী সরকার সমস্ত মানুষের জন্য ভাবনা চিন্তা করছেন বলেই এই অভিনব সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন। তার পাশাপাশি বিগত সরকার যে এই বিজ্ঞান শিক্ষকদের ব্যাপারে উদাসীন ছিলেন এই ব্যাপারেও বিগত সরকারকে দোষারোপ করতে ভুলেননি কোন পক্ষই। তারা বলেন, এক সময় আমরা চাকুরীর নিশ্চয়তা নিয়ে দ্বিধায় ছিলাম, প্রতিমুহূর্তে ভয় ছিল চাকরি থাকবে কিনা। কিন্তু বর্তমান সরকার ত্রাতা হিসেবে অবতীর্ণ হয়ে আমাদের চাকরির নিশ্চয়তা প্রদান করলেন, সমস্ত ধরনের পাওনা কড়ায় গন্ডায় মিটিয়ে দিলেন।এর জন্য আমরা রাজ্য সরকারের সমস্ত বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অভিনন্দন র‍্যালিতে উপস্থিত থেকে বর্তমান সরকারের প্রতি ধন্যবাদ জানাতে গিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন বিজ্ঞান শিক্ষকদের একজন।
সংগঠনের জেলা নেতৃত্ব গৌতম দেব রায়ের ভাষায় রাজ্য সরকার সত্যিকার অর্থে সমস্ত অংশের শিক্ষক-কর্মচারী সহ সাধারন মানুষদের কথাই চিন্তা করে চলছে। যার বহিঃপ্রকাশ এই অভিনব এবং ঐতিহাসিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে আজকের ৯৩৮ জন বিজ্ঞান শিক্ষক নিয়মিতকরণের সুযোগ পেয়েছেন। এই কারণে সংগঠন রাজ্য সরকারের প্রতি, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর প্রতি অভিনন্দন জ্ঞাপন করছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*