সাগর দেব, তেলিয়ামুড়া, ২৮ জুন || ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৩ জনের। ঘটনা গত বুধবার এবং বৃহস্পতিবারে তুই কই জয়ধন পাড়া এলাকায়। অপর এক যুবক আমবাসা কুলাই হাসপাতালে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ১১নং মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের তুই কই জয়ধন পাড়ায় মরণব্যাধি ম্যালেরিয়া জ্বরের থাবা বসায়। নিকট আত্মীয়া জানায়, গত বুধবারে ম্যালেরিয়া পি এফ জ্বরে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় সাম রঙ্খল (১৩), এদিনের রাতে দ্বিতীয় মৃত্যু হয় একই পরিবারের রসলিন রঙ্খল (১৭) এর। গত বুধবারের পরে বৃহস্পতিবার মৃত্যু হয় আরও এক যুবকের নাম কুমার রঙ্খল (১২) এর।
অপরদিকে এই ম্যালেরিয়া পি এফ জ্বরে আক্রান্ত হয়ে আশীষ কুমার রঙ্খল (২৫) বর্তমানে আমবাসার কুলাই হাসপাতালে চিকিৎসাধীন। মরণব্যাধি ম্যালেরিয়া পি এফ জ্বরে তিনজনের মৃত্যু ঘটায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। মৃতের নিকট আত্মীয়া মিলন রঙ্খল সংবাদ প্রতিনিধিকে জানান, মৃত তিনজনের করোনা পরীক্ষা করা হয়েছিল তাদের পরীক্ষার রিপোর্ট আসে নেগেটিভ। এবার তুই কই জয়ধন পাড়ায় ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হলেও তেলিয়ামুড়া মহাকুমা স্বাস্থ্য প্রশাসনের কোন খবর নেই। এলাকায় অতি দ্রুত স্বাস্থ্য শিবির না করা হলে মৃত্যুর মিছিল বয়ে যেতে পারে বলে একাংশের ধারনা।