বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ জুন || ছেলের সাথে কথাকাটাকাটির ফলে আত্মহত্যার পথ বেছে নিলো এক মহিলা। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমরা অন্তর্গত দক্ষিন জোলাইবাড়ীর নারায়ন পাল পাড়ার বাসিন্দা গিতা বৈদ্যের ঝুলন্ত মৃতদেহ রবিবার সকালে বাড়ীর পাশ্ববর্তী এলাকায় এক রাবার বাগানে দেখতে পায় এলাকাবাসীরা। এই বিষয়ে উনার ছেলের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বন্ধনের কিস্তি নিয়ে মা ও ছেলের সাথে কথা কাটাকাটি হয়। এরইমধ্যে গিতা বৈদ্য উনার বাপের বাড়ীতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রবিবার সকালবেলা রাবার গাছ কাটতে গিয়ে বাড়ীর পাশ্ববর্তী এলাকায় এক রাবার বাগানে গিতা বৈদ্যের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।
জানানো হয় জোলাইবাড়ী ফাঁড়ী থানায়। ঘটনার খবর পেয়ে ফাঁড়ী থানার আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত দেহ গাছ থেকে নামিয়ে মনয়াতদন্তের জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। গিতা বৈদ্যের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।