দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের দাবী সহ রাজনগরে বাম বিধায়কের উপর আক্রমণের প্রতিবাদে সিপিআই(এম)’র মিছিল খোয়াই শহরে

গোপাল সিং, খোয়াই, ২৮ জুন || পেট্রোপণ্য ও ভোজ্যতেল সহ দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের দাবী সহ চার দফা দাবীর ভিত্তিতে এবং রবিবার বিলোনিয়ার রাজনগরে বিধায়ক সুধন দাসের ওপর গেরুয়া বাহিনীর হামলা আক্রমণের বিরুদ্ধে খোয়াইয়ে সোমবার সি পি আই (এম)’র মিছিল অনুষ্ঠিত হয়। গর্জমান মিছিল বেলা সাড়ে দশটায় সিপিআই(এম) খোয়াই জেলা কার্য্যালয়ের সামনে থেকে বের হয়ে বনকর, জ্যোতি সিনেমা হল রোড, নিবেদিতা পার্ক, এন সি এভিনিউ, সুভাষপার্ক, বিবেকানন্দ সরণী হয়ে টি কে ডি কে রোড, লালছড়ায় গিয়ে পৌঁছানোর পরই শুরু হয় বৃষ্টি। পরে সপ্তপ্রদীপ কর্ণার হয়ে শ্রীনাথ বিদ্যানিকেতন দ্বাদশ স্কুলের সামনের রাস্তা দিয়ে এসে আবার সিপিআই(এম) খোয়াই জেলা কার্য্যালয়ে গিয়ে শেষ হয়। এদিনকার মিছিলে সামিল হন সিপিআই(এম) নেতা সুখেন্দু বিকাশ দে, বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআই(এম) নেতা বিদ্যুৎ ভট্টাচার্য, পলাশ ভৌমিক, শুক্লা সেনগুপ্তা, কানন দত্ত, নন্দলাল গোপ, বিষ্ণুজিৎ দস্তিদার সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*