গোপাল সিং, খোয়াই, ২৮ জুন || ১৯৭৮ সালের বামফ্রন্টের বিধায়ক প্রয়াত কামিনী সিংহ জৈষ্ঠ পুত্র অভিজিৎ সিংহ (লক্ষণ সিংহ) বিজেপি দলে যোগদান করেন। সোমবার বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদারের হাত ধরে তিনি পদ্ম শিবিরে যোগদান করেন। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন তাপস দাস সহ অন্যন্যরা।