বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ জুন || এডিসি এলাকায় জয় লাভের পর থেকে সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে নানান কর্মসূচী পালন করে যাচ্ছে তিপ্রা মথা দলের নেতৃত্বরা। এরইমধ্যে বিভিন্ন এডিসি এলাকায় তিপ্রা মথা দলের দলীয় কার্যালয়ের নির্মান কাজ চলছে। সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কাঁঠালিয়া এডিসি ভিলেজে ও লুখু এডিসি ভিলেজে তিপ্রা মথা দলের নবনির্মিত দলীয় কার্যালয়ের শুভ উদ্ভোধন করা হলো। তার পাশাপাশি তিপ্রা মথা দলের উদ্দ্যোগে কাঁঠালিয়া এডিসি ভিলেজে অনুষ্ঠীত হয় এক যোগদান সভা। এই যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে ১২০ পরিবারের ২১০ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করে। এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনালের ভাইস চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, সাব জোনাল চেয়ারম্যান রঞ্জীত রিয়াং, তিপ্রা মথা দলের ইয়ুথ প্রেসিডেন্ট গৌরব মগ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। তিপ্রা মথা কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে আগত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।