বিছানার সমস্যায় জরজরিত বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ জুন || শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিছানার সমস্যার জন্য অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে রোগীদের। হাসপাতালে রোগীরা মেঝের মধ্য শুয়ে রয়েছে এমনটাই লক্ষ্য করা গেলো। এই নিয়ে হাসপাতালের চিকিৎসকের নিকট জানতে চাইলে তিনি জানান, বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মোট বিছানার সংখ্যা ১০টি। বর্তমানে অধিকসংখ্যক রোগী থাকার ফলে কিছু সংখ্যক রোগীকে হাসপাতালের ফ্লোরের মধ্যে শুয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শুভ্রজোতি মজুমদার বিছানার পাশাপাশি হাসপাতালের অন্যান্য সমস্যার কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। তিনি জানান, ভাইরাল ফিবারের জন্য হাসাপাতলে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই সকলকে বেড দেওয়া সম্ভব হয়ে উঠছে না। অপরদিকে তিনি জানান, বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে প্রায় ৩২ হাজার জনসংখ্যা রয়েছে। এরমধ্যে মেডিকেল অফিসারের সংখ্যা ২ জন। এতেকরে উনাদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়। চিকিৎসক জানান, বর্তমানে এই স্বাস্থ্য কেন্দ্রে আরো ১ জন মেডিকেল অফিসারের প্রয়োজন। তিনি জানান, বর্তমানে ৪ জন চিকিৎসক ও ১০ জন নার্স নিয়ে এই স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা চলছে। তাছাড়া এই মহামারির মধ্যে চিকিৎসকরা প্রতিনিয়ত উনাদের কর্তব্য পালন করা চলছে বলে জানান। চিকিৎসক শুভ্রজোতি মজুমদার জানান, এখন পর্যন্ত সারে ৬ থেকে ৭ হাজার লোকজনদের করোনা টেষ্ট করানো হয়েছে। ১৮ বছরের উর্ধে ১১ হাজার ভ্যাকসিন প্রদান করা হয়েছে বলে জানান চিকিৎসক। তাই এই স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নে চিকিৎসক ও বেডের প্রয়োজন বলে জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*