স্পোর্টস ডেস্ক ।। ২০১৪ সালের সেরা প্লেমেকার নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের টনি ক্রুস। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্স (আইএফএফএইচএস) জার্মানির বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে দিয়েছেন এই স্বীকৃতি।
বার্সেলোনার লিওনেল মেসিকে পিছনে ফেলে টনি ক্রুজ জিতে নেয় সেরা প্লেমেকারের স্বীকৃতি। মেসি ও ক্রুজের পয়েন্ট ব্যাবধান ছিল মাত্র দুই। টনি ক্রুজের পয়েন্ট ১১০ আর মেসির পয়েন্ট ১০৮। সেরা প্লেমেকারের স্বীকৃতি রিয়াল মাদ্রিদের ঘরে উঠায় বার্সেলোনার ছয় বছরের আধিপত্যের অবসান হয়।
আগের ছয় বছরে এ পুরস্কার পেয়েছিলেন বার্সেলোনার জাভি (২০০৮, ২০০৯, ২০১০, ২০১১) ও আন্দ্রেস ইনিয়েস্তা (২০১২, ২০১৩)।
এবারের আইএফএফএইচএসের প্লেমেকারের তালিকার সেরা দশে আছে রিয়াল ও বার্সেলোনার ৭ জন ফুটবলার। ৫৩ পয়েন্ট পেয়ে রিয়ালের জেমস রদ্রিগেস আছেন তৃতীয় স্থানে। চতুর্থ হওয়া বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা পান ৩৮ পয়েন্ট। ২১ পয়েন্ট করে নিয়ে সপ্তম হনবার্সেলোনার নেইমার ও রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ।
পঞ্চম ও ষষ্ঠ হনযথাক্রমে ম্যানচেস্টার সিটির ইয়াইয়া তোরে (২৯ পয়েন্ট) ও বায়ার্ন মিউনিখের বাস্টিয়ান শোয়াইনস্টেইগার (২৮ পয়েন্ট)। ১৮ পয়েন্ট নিয়ে নবম হন চেলসির এডেন হ্যাজার্ড। আর দশমহন বার্সেলোনার ইভান রাকিতিচ (৫ পয়েন্ট)।