আন্তর্জাতিক ডেস্ক ।। মেক্সিকো জুড়ে বেশ কয়েক বছর ধরেই চলছে সহিংসতা। মারামারি আর খুনোখুনি সে দেশটিতে স্বাভাবিক ঘটনার মতো হয়ে গেছে। দেশবাসী ভুগছে নিরাপত্তাহীনতায়। এ পরিস্থিতির প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন মেক্সিকোর বাসিন্দা হুয়ান মারকুয়েজ নিয়েতো।
কিন্তু সেভাবে সাড় পাচ্ছিলেন না তিনি। আর তাই আন্দোলনের অস্ত্র হিসাবে তুলে নিলেন দেশের সবচেয়ে প্রিয় জিনিস ফুটবলকে। মাথায় করে ফুটবল নিয়ে ঘোরার সিদ্ধান্ত নিলেন তিনি। উদ্দেশ্য একটাই, দেশে শান্তির ডাক সবার কাছে পৌঁছে দেয়া।
মহৎ এ উদ্দেশ্যে তিনি ২০১৪ সালের ২৩ নভেম্বর ফুটবল মাথায় নিয়ে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম উপকূল প্রান্ত থেকে অভিযান শুরু করেন। এরপর দেশের সব গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেশের রাজধানী মেক্সিকো সিটিতে এসে পড়েন হুয়ান।
ততক্ষণে বল মাথায় নিয়ে হেঁটে তার ১২৪৩ মাইল ঘোরা হয়ে গেছে। বল মাথায় নিয়ে হুয়ানের ৫৭ দিনের এ অভিযান এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। আর এ সাড়াতে খুবই খুশি হয়েছেন হুয়ান। তিনি এখন সার্থক।
যে মেসেজ পৌঁছে দিয়ে তিনি বল মাথায় নিয়ে যাত্রা শুরু করেছিলেন তা শুধু কেক্সিকোতে নয়, ছড়িয়ে গেছে সারা বিশ্বে। সূত্র : জিনিউজ