স্পোর্টস ডেস্ক ।। জয় যেন অধরা হয়ে উঠছে ভারতের। ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে বেশ বড়ই দুঃসময় যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন দলের। ত্রিদেশীয় সিরিজের ২য় ম্যাচেও হেরে গেল ধোনি বাহিনী। ইংল্যাণ্ড ৯ উইকেটে জয় পেয়েছে তাদের বিরুদ্ধে।
মঙ্গলবার কার্টলনের মাঠে টস জিতে ব্যাট করতে নামে ভারত।
৩য় ও ৬ষ্ঠ উইকেট জুটিতে যথাক্রমে রাহানে, রায়ডু ও ধোনি, বিন্নী কিছুক্ষণ ক্রিজে ঠিকে থাকলেও অন্যরা ছিল সাজঘরে ফিরে যাওয়ার খেলায়। রাহানে, রায়ডু, ধোনি ও বিন্নী রান করেন যথাক্রমে ৩৩, ২৩, ৩৪ ও ৪৪ রান। ভারতের অন্য কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি।
শেষ পর্যন্ত ৩৯.৩ ওভারে গুঠিয়ে যায় ভারতের ইনিংস। ভারতের সংগ্রহ ১৫৩ রানই ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বনিম্ন ইনিংস। ইংল্যান্ডের ফিনন ৫ টি ও অ্যান্ডারসন ৪ টি উইকেট নেন।
১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌছে যায় ইংল্যান্ড। দলীয় ২৫ রানের মাথায় আলীকে আউট করেন বিন্নী।
এরপর কোন উইকেট না হারিয়ে সোজা জয়ের বন্দরে নোঙ্গর করে বেলরা। বেল ১০৫ বলে ৮৮ ও টেইলার ৯১ বলে ৫৬ রান করে অপারাজিত ছিলেন। ইংল্যান্ড বোলার ফিনন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।