জাতীয় ডেস্ক ।। জীববৈচিত্র্যে বাঘের অবস্থান গুরুত্বপূর্ণ। অথচ দিন দিন বিশ্বের নানা স্থান থেকে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। শুধু বাঘ নয়, অনেক প্রাণীই এখন বিলুপ্তির পথে। এ অবস্থায় পরিবেশ বিজ্ঞানীরা প্রকৃতি বিপর্যয়ের আশঙ্কার কথা গণমাধ্যমে প্রকাশ করেছেন।
সুখবর যে, ২০১১ সালের তুলনায় ২০১৪ সালে ভারতে বাঘের সংখ্যা বেড়েছে। এক-দুই বা ১০ শতাংশ নয়, বরং তিন বছরে ৩০ শতাংশ বেড়েছে বাঘের সংখ্যা। ২০১১ সালে ভারতে যেখানে বাঘের সংখ্যা ছিল ১,৭০৬টি, সেখানে ২০১৪-এ তা ২,২২৬-এ দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর নতুন বাঘ সুমারি পেশ করেন। যেখানে দেখানো হয়েছে, গত তিন বছরে দেশে বাঘের সংখ্যা ৩০ শতাংশ বেড়েছে। বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশ ভারতে বাস করে।
জাভড়েকর জানান, বিশ্বে যেখানে বাঘের সংখ্যা ক্রমশ কমছে সেখানে ভারতে সেই সংখ্যা ক্রমবর্ধমান। এটি একটি অত্যন্ত ভালো খবর।
২০০৮ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল ১,৪১১। প্রতি তিন বছর অন্তর ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বাঘশুমারি করে থাকে।