দুই জাপানি পণবন্দির প্রাণনাশের হুমকি আইএসের

japan isiআন্তর্জাতিক ডেস্ক ।। দুই জাপানি নাগরিককে পণবন্দি করে আবার ইন্টারনেটে ভিডিও প্রকাশ করল আইএস ৷ মঙ্গলবার এই দু’জনের মুক্তির শর্ত হিসাবে জাপান সরকারের কাছে ২০ কোটি ডলার দাবি করে তারা ৷
আইএস-এর ভিডিওতে দেখা গিয়েছে সেই চেনা ছবি ৷ ছুরি হাতে মরুভূমির মাঝে দাঁড়িয়ে রয়েছে কালো পোশাক পরা এক জঙ্গি ৷ তার সামানে হাঁটু গেড়ে বসে রয়েছেন কমলা রংয়ের পোশাক পরা দুই পণবন্দি ৷ এই ভিডিওতে জাপানের নাগরিকদের সামনে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে আইএস জঙ্গিরা ৷
তাদের ঘোষণা, এর মধ্যে জাপানবাসী তাদের সরকারের উপর মুক্তিপণ দেওয়ার জন্য চাপ দিক ৷ আমেরিকার আইএস বিরোধী অভিযান থেকে জাপানকে সমর্থন প্রত্যাহার করতে হবে বলেও হুমকি দিয়েছে আইএস ৷ সেইসঙ্গে এই দুই জাপানি নাগরিকের মুক্তির বিনিময়ে ২০ কোটি ডলার দিতে হবে বলেও দাবি জানিয়েছে তারা ৷
এদিকে ভিডিও-তে ওই দুই জাপ নাগরিককে শনাক্ত করা গিয়েছে ৷ তাঁদের নাম হারুনা ইউকাওয়া ও কেনজি গোতো বলে জানা গিয়েছে ৷ কবে এই ভিডিওটি তোলা হয়েছে তা অবশ্য উল্লেখ করা হয়নি ৷ প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি কায়রো সফরে গিয়ে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়ার জন্য ২০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ৷’

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*