আগরতলা, ২০ জানুয়ারী ।। বুধবার পূর্ণরাজ্য দিবস। ২১শে জানুয়ারী থেকে ২৫শে জানুয়ারী পর্যন্ত পাঁচ দিন ব্যাপী এই পূর্ণরাজ্য দিবস উদযাপন কর্মসূচীর মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যপাল পি বি আচারিয়া। সেই কারনেই রাজ্যপাল শ্রী আচারিয়া বুধবার নাগালেন্ড থেকে রাজ্যে আসছেন। বুধবার বিকেল ৩টা ৩০ মিনিট নাগাদ রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল শ্রী আচারিয়া, শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী, এ ডি সি-র মুখ্য কার্য নির্বাহী সদস্য রণজিৎ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা এবং বিধায়ক আশিস সাহা, রতন দাশ সহ আন্যান্যরা।