যুক্তরাষ্ট্র নতুন অধ্যায়ে : ওবামা

obamaআন্তর্জাতিক ডেস্ক ।। ভয়াবহ মন্দা আর ব্যয় বহুল যুদ্ধের ইতি ঘটিয়ে যুক্তরাষ্ট্র এখন নতুন অধ্যায় শুরু করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে বারাক ওবামা বলেন, “সংকটের ছায়া সরে গিয়ে অর্থনীতি এখন দৃঢ়তার সাথে পুনরুজ্জীবিত হয়েছে।”
তিনি তার ভাষণে কর ব্যবস্থার সমস্যাগুলো নিয়ে আরো কাছ থেকে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন, যাতে শতকরা একভাগ করদাতার সঞ্চিত সম্পদের ওপর কর মওকুফ করা সম্ভব হয়।
বারাক ওবামা বলেন, “অর্থনৈতিক ধারাবাহিকতা রক্ষায় এবং স্বাস্থ্য ও অভিবাসন খাতে তার প্রশাসনের অর্জনকে হুমকির মুখে ফেলে, এমন কোন বিল পাশে তিনি ভেটো দেবেন।”
সেই সাথে আমেরিকাকে আরো শক্তিশালী করার জন্য বিরোধী রিপাবলিকানদের একেযোগে কাজ করার আহ্বান জানান। কংগ্রেসের দুইটি কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।
পররাষ্ট্রনীতির ব্যাপারে বারাক ওবামা ইসলামিক স্টেটের বিরুদ্ধে সেনা অভিযান চালানো এবং কিউবার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কাজ শুরু করতে কংগ্রেসের সঙ্গে একমত হন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*