তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। বর্তমানে পৃথিবীর ১৩৫ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকের সুবিধা নিয়ে স্বার্থ হাসিল বা মনের খোরাকের জন্য এমন অনেক কিছুই হয় যেগুলো মানতে নারাজ ফেসবুক কতৃপক্ষ।
ফেসবুক ব্যবহারকারীরা এতদিন স্বাধীন ছিলেন কিন্তু এবার আর আগের মনোভাব থেকে ফিরে আসতে বাধ্য হবেন তারা। তাই এ বিষয়টি নিয়ে বেশ উদ্বেগ তাদের। শুধু তাই নয় ফেসবুকে নানা ভুয়া খবর, ভাঁওতাবাজি পোস্ট, অশালীন পোস্ট ও বিদ্বেষমূলক ভুয়া খবর প্রচার ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে মার্ক জুকারবার্গরা।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের জন্য একটি অপশন উন্মুক্ত করছে ফেসবুক, যা ব্যবহার করে কোনো ‘উদ্দেশ্যমূলক ভাঁওতাবাজির চেষ্টা’ বা ‘ভুয়া খবর’কে ফ্লাগ দেখানো যাবে। এতে হোয়াক্স বা ভাঁওতাবাজির খবরগুলোর ছড়িয়ে পড়া ঠেকানো যাবে।
ফেসবুকের কর্মকর্তারা জানায়, তারা নিজেরা কোনো ভুয়া নিউজ তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলবে না। এর পরিবর্তে ফেসবুকের বিশেষ এলগরিদম কোনো ভুয়া পোস্টের ছড়িয়ে পড়ার হার নির্ধারণ করে তা হোয়াক্স হিসেবে চিহ্নিত করে রাখবে তারা।
আর কোনো লিংকযুক্ত পোস্টে যদি ব্যবহারকারীরা অধিকসংখ্যক ফ্লাগ দেখান তবে হোয়াক্স হিসেবে এটাও বিবেচিত হবে। অন্যদিকে হোয়াক্সের বিরুদ্ধে যদি ফেসবুককে রিপোর্ট করা হয় তবে ফেসবুক সেই খবরটি নিউজ ফিডে ছড়িয়ে পড়া বা প্রদর্শনের হার কমিয়ে দেবে।
আর এখন থেকে ‘ডাইনোসর দেখতে পাওয়া’ কিংবা ‘সান্তা ক্লজের সন্ধান’ এমন আজগুবি গল্পের মিথ্যা খবর প্রকাশ করা হলে সেগুলোকে ভুয়া খবর হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৩০ শতাংশ প্রাপ্তবয়স্করা ফেসবুক থেকে খবর পড়েন। আর সারাবিশ্বে এ হার বাড়ছে। তাই বিদ্রূপাত্মক খবরগুলোর প্রচার ঠেকাতে কঠোর ফেসবুক কর্তৃপক্ষ।