জাতীয় ডেস্ক ।। হিন্দু এক বিধবা ১০ মুসলমানের জীবন বাঁচালেন। দুদিন আগে ভারতের বিহারের মোজাফফাপুর জেলার আজিজপুর গ্রামে সংঘটিত দাঙ্গার সময় ওই ১০ জনকে আশ্রয় দেন তিনি। এ দাঙ্গায় পাঁচজন মানুষের প্রাণহানি ঘটে।
মোজাফফার পুলিশ জানিয়েছে, আজিজপুরে দাঙ্গার দিন প্রায় ৫ হাজার হিন্দু হামলা চালায় মুসলিমদের ঘরবাড়িতে। এ সময় প্রতিবেশীদের নিজের ঘরে লুকিয়ে রাখেন পঞ্চাশোর্ধ্ব বিধবা শাইল দেবী।
২০ বছর বয়সি এক হিন্দু তরুণের মরদেহ উদ্ধারের পর দাঙ্গা ছড়িয়ে পড়ে। আজিজপুরের হিন্দু সম্প্রদায়ের দাবি, মুসলমান মেয়ের সঙ্গে প্রেম করায় ওই তরুণকে অপহরণ করে পরে হত্যা করা হয়েছে।
এ ধারণা থেকে উত্তেজিত হয়ে মুসলিমদের ঘরবাড়িতে হামলা চালায় হিন্দু সম্প্রদায়ের লোকজন। বুধবার সকালে শাইল দেবী বলেন, দাঙ্গার দিন আমি আমার প্রতিবেশীদের আমার ঘরে আশ্রয় দিয়ে তাদের প্রাণে বাঁচিয়েছি। আমি জানতাম, ওদের পেলে মেরে ফেলতো বিক্ষুব্ধ জনতা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া