‘বিশ্বেকাপে ভারতকে বিপদে ফেলবে এক ভারতীয় বোলার’

sportsস্পোর্টস ডেস্ক ।। বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং লাইনে টপ গ্রেডে থাকবেন কোহলি, মুরালি বিজয়, রায়ানে ও ধোনি। আর আসন্ন বিশ্বকাপে ভারতীর দলের বোলিং ব্রিগেডকে নেতৃত্ব দেবেন ইশান্ত শর্মা৷
ভারতের প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাস্কর বলেছেন, বিশ্বকাপে গিয়ে বোলারদের তিন থেকে চার উইকেট তুলতেই হবে৷ না-হলে দলে থেকে কোনও কাজে লাগবে না তাদের৷
তিনি বলেছেন, ভারতীয় খেলোয়াড় হিসাবে ভারতকে ভোগাবে এক ভারতীয় খেলোয়াড়। আর তিনি আর কেউ নন। তিনি ইশান্ত শর্মা।
বিশ্বকাপে টিমের বোঝা হতে চলেছে ইশান্ত৷ আমাকে ১৫ সদস্যের দল বাছতে বলা হলে, ইশান্তের বদলে মোহিত শর্মাকেই বাছব৷ ও ফিল্ডিংটাও ভালো করতে পারে৷
গাভাস্করের সমর্থন না-পেলেও ইশান্তের মাথায় সবসময় মহেন্দ্র সিং ধোনির হাত থাকে৷ চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম দু’টি ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি ইশান্ত৷
তিনি আরো বলেন, ভারতীয় বোলারদের ডেথ ওভারে মার খাওয়ার প্রবণতা থেকেই যাচ্ছে৷ ইশান্তও তার ব্যতিক্রম নন৷ ইশান্তকে নিয়ে গাভাস্করই নন অনেকেই প্রশ্ন তুলেছেন৷
এসব গুঞ্জন কানেও গেছে ইশান্তর। তবে এখন দেখার বিষয় ইশান্ত এখন জ্বলে ওঠেন কিনা?

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*