স্পোর্টস ডেস্ক ।। পাকিস্তানের ব্যতিক্রমি অলরাউন্ডার আফ্রিদির নামটা নিলেই অনেকেরই হয়তো মনে পড়বে তার আগ্রাসী ব্যাটিং ও মনোভাবের কথা। খেলার মাঠে তার উইকেট পাওয়ার আনন্দ উপভোগ করার বিশেষ নিয়মটির ভক্তকূলও কম নয়।
তবে মাঠে নাকি তিনি আরো অন্যরকম হবেন। সেটা নাকি আবার বিশেষ কারণে। বিশ্বকাপের আগে আফ্রিদির হাক-ডাক কম নয়। ভারতকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাস পাল্টাবেন বলেও জানিয়েছেন এর আগে। এবার তিনি কোরি অ্যান্ডারসন ও ডি ভিলিয়ার্সকে কে দেখিয়ে দেবেন বলে জানিয়েছেন।
দীর্ঘ ২০ ধরে আফ্রিদির করা সবচেয়ে কম বলে (৩৭) সেঞ্চরির রেকর্ডটি ছিল। কিন্তু গত বছর কোরি অ্যান্ডারসন তার রেকর্ডি ভেঙ্গে দেন। এবার কোরির রেকর্ড ভেঙ্গে তার উপর আর একটি পাহাড় এনে বসিয়েদেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স।
গত বছর জানুয়ারিতে কিউই ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন ৩৬ বলে, তারপর ককেকদিন আগেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি’ভিলিয়ার্স ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আফ্রিদির সেই মারকাটারি রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন।
প্রথমে আফ্রিদি দুইজনকেই ধন্যবাদ জানিয়েছেন। টুইটারে চমৎকার মন্তব্য করেছেন। তবে এবার তিনি মানতে নারাজ তাদের এমন ব্যাটিং সাফল্য।
তাই আফ্রিদি সাফ জানিয়ে দিলেন, ব্যাট হাতে তার সামনের রেকর্ড দুটি ভাঙতেই মাঠে নামবেন তিনি। আসন্ন ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে তার সেই হারানো বিশ্বরেকর্ডের মুকুট ফিরে পাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি।
নৈপুণ্যর জন্য বুম বুম খ্যাত শহীদ আফ্রিদি বলেন, জানি সব রেকর্ড পরিকল্পনা করে বানানো যায় না, তবু বলব এবি’র করা রেকর্ডটা ভাঙার একটা লক্ষ্য থাকবে আমার৷ এ যেন বোমা ফাটানোর মতোই।