আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || পাথর বোঝাই ট্রিপার গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের। ঘটনা সোমবার পুরাতন আগরতলা ফাঁড়ির অন্তর্গত চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন সড়কে। দমকল কর্মীরা উদ্ধার করে আহত ব্যক্তিকে জিবি হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয় তার। মৃত ব্যক্তির নাম অজিত ভৌমিক, বয়স ৫৫। বাড়ি তুলাকোনা এলাকায়। জানা গেছে, বাজার থেকে বাই সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।