বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ জুলাই || শান্তির বাজার মহকুমার সর্বত্র চলছে নেশাসামগ্রীর রমরমা ব্যবসা। আরক্ষা প্রশাসন চেষ্টা করেও কোনোপ্রকার সুরাহা করতে পারছেনা। সুত্রের খবর অনুযায়ী শান্তির বাজার থানার গাড়ী চালক শিবু দাস প্রতিমাসে শান্তির বাজারের ছোট বড় সকল নেশাকারবারী থেকে মাসিক অর্থ সংগ্রহ করে থানার সমস্ত তথ্য নেশাকারবারীদের হাত তুলে দেয়। এমনই তার একটি চিত্র লক্ষ্য করা গেলো। শান্তির বাজার মহকুমায় যে সকল দোকানে ও বাড়ী ঘরে নেশাসামগ্রীর রমরমা ব্যবসা চলে সেই সকল জায়গায় হানা দেয় শান্তিরবাজার থানার পুলিশ।
শান্তিরবাজার মোটর স্টেন্ড সংলগ্ন একটি বাড়ীতেও শান্তিরবাজার পুরাতন হাসপাতাল রোড সংলগ্ন জামাই নামে খ্যাত ব্যাক্তির দোকানে ও উনার বাড়ীতে তল্লাশী চালায় শান্তিরবাজার থানার পুলিশ। কিন্তু পুলিশের আগমনের বার্তা প্রথম থেকেই জানা ছিলো নেশাকারবারীদের। তাই সবজায়গায় তল্লাশী চালিয়ে খালি হাতে ফিরতে হলো পুলিশকে।