নাবালিকা ধর্ষণ কান্ডে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাম ছাত্র সংগঠনের তরফে থানায় ডেপুটেশন

সাগর দেব, তেলিয়ামুড়া, ২০ জুলাই || মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম শ্রেণীর তথা ১৬ বছরের নাবালিকা ছাত্রী ধর্ষিত হয় ২৯-কৃষ্ণপুর বিধানসভার বিজেপি বুথ সভাপতি শ্যামল সরকার দ্বারা। যদিও দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এই ব্যাপারে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করা হয়। সেই মোতাবেক সোমবার সন্ধ্যা নাগাদ অভিযুক্ত শ্যামল সরকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। এরই দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার ভারতের ছাত্র ফেডারেশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির তরফ থেকে তেলিয়ামুড়া থানার ওসি’র নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়। মূলত এদিন তিনজনের এক প্রতিনিধি দল থানায় গিয়ে এই ডেপুটেশন প্রদান করে। এই প্রতিনিধি দলে ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক প্রদিপ সরকার, ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য মন্দাকান্ত নাথ চৌধুরী সহ অন্যান্য সদস্যরা। এই ডেপুটেশন প্রদানের পর ওসি’র কক্ষ থেকে বের হয়ে ছাত্র ফেডারেশনের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির নেতৃত্বরা সাংবাদিকদের সাথে এক সংক্ষিপ্ত কথোপকথনে বলেন, বর্তমান বিজেপি-আইপিএফটি জোট সরকারের আমলে রাজ্যের নারী সমাজ অসুরক্ষিত। তৎসঙ্গে তারা আরো বলেন, রাজ্যে ক্রমাগত ধর্ষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে রাজ্যের সাধারণ জনগণ থেকে শুরু করে নাবালিকারা ও সুরক্ষিত নয়। রাজ্যের এই বর্তমান পরিস্থিতির সার্বিক উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্য অভিমত ব্যক্ত করেছেন উপস্থিত নেতৃত্বরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*