গোপাল সিং, খোয়াই, ২১ জুলাই || খোয়াই মনাই ছড়া এলাকায় বুধবার সকালে রাস্তার পাশে একটি পুরুষ ও একটি মহিলার মৃতদেহ উদ্ধার হয়। এলাকাবাসীরা জানায়, মৃতদেহগুলো স্বামী স্ত্রীর। তারা হিন্দুস্তানি জন গােসঠির বাসিন্দা বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ছুটে যান পুলিশ প্রশাসন। তবে খবর পেয়ে অনেক বিলম্ব করে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় জনমনে ক্ষোভ দেখা দেয়। পুলিশ জানায়, ঘটনার তনদ চলছে। এটি খুব না অন্য কিছু তার তদন্ত চলছে। পুলিশ জানায়, মৃতদেহগুলো ময়নাতদন্তের পর যানা যাবে আসল ঘটনা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।