পূর্ণরাজ্য প্রাপ্তির দিবস স্মরনে রাজ্যে আয়োজন বিভিন্ন অনুষ্ঠানের

State Hood Dayদেবজিত চক্রবর্তী, আগরতলা, ২১ জানুয়ারী ।। ১৯৭২ সালের ২১শে জানুয়ারী ত্রিপুরা পেয়েছিল পূর্ণরাজ্যের মর্যাদা। দিবসটিকে স্মরনে রেখে ২১-২৫শে জানুয়ারী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরার অতীত থেকে বর্তমান নিয়ে উমাকান্ত একাডেমী প্রাঙ্গনে প্রদর্শনী, আলোচনা চক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করার প্রস্তুতি চূড়ান্ত। ২১শে জানুয়ারী উমাকান্ত একাডেমী স্কুল প্রাঙ্গনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠান সূচীর State Hood Day..উদ্বোধন করেন মাননীয় রাজ্যপাল পি বি আচারিয়া, সভাপতিত্ব করেন শিল্প ও বানিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ডি সি-র মুখ্য কার্য নির্বাহী সদস্য রণজিৎ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা এছাড়াও উপস্থিত ছিলেন মূখ্য সচিব জি কামেশ্বর রাও।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*