স্পোর্টস ডেস্ক ।। ব্রাজিলে ফুটবলের উন্নয়নে ১শ মিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছে ফিফা। মঙ্গলবার সান পাওলোর কোরন্থিয়াস স্টেডিয়ামে এক সমন্বয় সভায় একথা জানান ফিফা সেক্রেটারি জেনারেল জিরোমি ভালকে।
এ সভায় ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ আয়োজনের সফলতা নিয়ে আলোচনা করেন তিনি।
সভায় জিরোমি জানান, ব্রাজিলের যে ১৫ টি স্টেট বিশ্বকাপের আয়োজক ভেন্যু হিসেবে স্থান পায়নি সে সব স্টেটে ফুটবলের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হবে ৬০ মিলিয়ন ডলার। বাকী ১৫ মিলিয়ন জলার ব্যয় করা হবে যুব ফুটবলের উন্নয়নে।
মহিলা ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে ১৫ মিলিয়ন ডলার। ৪ মিলিয়ন ডলার ব্যয় করা হবে রোগ-প্রতিরোধ ও জন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে। সামাজিক সচেতনতা বৃদ্ধিতে থাকছে ৪ মিলিয়ন। বাকী দু’ মিলিয়ন ডলার ব্যয় করা হবে প্রশাসনিক ও আনুষঙ্গিক কাজে।
এক প্রশ্নের জবাবে জিরোমি আরো বলেন, “ফিফার অডিট টিম অত্যন্ত সচেতন। এবং তাঁরা দারুণ দক্ষতার সাথে ফিফার সকল আয়-ব্যয়ের হিসাব রাখে। ফলে ফিফা প্রদত্ত কোন অর্থ নিয়ে দুর্নীতির কোন সুযোগ নাই।”