পিলাক এলাকায় জৈবিক পদ্বতিতে ধান চাষের পক্রিয়ায় চলছে ফসল উৎপাদন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ জুলাই || শান্তির বাজার মহকুমার অধীকাংশ লোকজন কৃষিকাজের উপর নির্ভরশীল। বর্তমানে কৃষকরা ফসল উৎপাদন বৃদ্ধী ও অধিক লাভের আশায় বাজার থেকে নানান প্রকারের কৃত্তিম রাসায়নিক সার ব্যবহার করে কৃষিজফসল উৎপাদন করছে। এই রাসায়নিক সার প্রয়োগ করা উৎপাদিত কৃষিজ ফসল খেয়ে লোকজনরা প্রতিনিয়ত নানান রোগের স্বীকার হতে হচ্ছে। তাই লোকজনদের রোগ থেকে রক্ষা করার জন্য জোলাইবাড়ী ব্লকের টি আর এল এম প্রকল্পের মাধ্যমে বিভিন্ন গ্রামীন সংগঠনের মধ্যে প্রাকৃতিক উপায়ে জৈবিক সার ব্যবহার করে কৃষিজ ফসল উৎপাদনের প্রশিক্ষন প্রদান করা হয়। জোলাইবাড়ীর পিলাক এলাকায় মা লক্ষী গ্রামীন সংগঠনের সদস্যদের জৈবিক পদ্বতিতে কৃষিজ ফসল উৎপাদনের চিত্র লক্ষ্য করা গেলো। বর্তমান এই মরশুমে কৃষকরা ধান চাষে ব্যস্ত। এই নিয়ে দলের সদস্যদের সঙ্গে কথা বললে উানারা জৈবিক পদ্বতিতে কিভাব ধান চাষ করা হয় তার বিশেষ পক্রিয়া সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। দলের সদস্যরা সকলকে এই জৈবিক পদ্বতিতে ধান চাষে এগিয়ে আসার জন্য বিশেষ আহব্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*