আপডেট প্রতিনিধি, সোনামুড়া, ৩১ জুলাই || সামাজিকতার এক অনন্য নজির গড়লেন সোনামুড়া শহরের এক ব্যবসায়ী। করোনা পরিস্থিতিতে রোজি রুটিতে কিছুটা হলেও ভাটা পড়েছে সমাজের একটা অংশের মধ্যে। সেই কথা চিন্তা করে সেই সকল পরিবারের মধ্যে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সোনামুড়া শহরের কয়েকটি বিদ্যালয়ের দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের ১১ জন পড়ুয়ার হাতে শিক্ষা সামগ্রী তুলে দিলেন সোনামুড়া শহরের এক ব্যবসায়ী প্রদীপ নাগ। এমনিতেই শিক্ষা দপ্তর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পাঠ্যবই দেয়া হয়। কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় থেকে বই ক্রয় করতে হয়। সেই দিক থেকে চিন্তা করতে গিয়ে ব্যবসায়ী ভাবলেন সমূহ সংকট পূর্ণ পরিস্থিতিতে সেই সকল গরিব পরিবারের শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী ক্রয় করতে না পেরে সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হবেন। তাই তিনি এলাকার ১১ জন গরিব অংশের শিক্ষার্থীদের মধ্যে সেই পাঠ্যবই গুলি ক্রয় করে তুলে দিলেন। সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে এদিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে তিনি উক্ত পাঠ্যবইগুলি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন।