আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই || নিষ্ঠা ভক্তির সঙ্গে যুগ যুগ ধরে ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজো হয়ে আসছে। রাজ শাসনের সময় থেকেই রাজ্যে কের পূজোর প্রচলন। যেখানে কের পূজো হয় সেখানকার নির্দিষ্ট সীমানায় বিশেষ নিয়ম পালন একান্ত জরুরি। ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজোর মধ্য দিয়ে রাজ্যের সার্বিক মঙ্গল কামনা করা হয়। মূলত কের পূজো হচ্ছে দেশ দশের কল্যানের পূজো। শনিবার কের পূজো শুরু হয়, তখনই ত্বোপধ্বনি হয়। এবছর করোনা আবহে সংক্ষিপ্ত অনুষ্ঠানেই কের পূজো সম্পন্ন হয়।