আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই || ফোন করার নাম করে মন্দিরা দাস নামে এক মহিলার কাছ থেকে মোবাইল নিয়ে চম্পট দেয় এক যুবক। ঘটনা শনিবার জিবি হাসপাতালে। জানা যায়, খয়েরপুর এলাকার বাসিন্দা মন্দিরা দাস তার আত্মীয়কে নিয়ে জিবি হাসপাতালে আসে। এমন সময় হঠাৎ করে এক যুবক ওই মহিলার কাছ থেকে ফোন করার নাম করে মোবাইল ফোনটি চেয়ে নেন। কিন্তু কথা বলার ছলে ওই যুবক মোবাইলটি নিয়ে হাসপাতাল চত্বর থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।জানা যায়, মোবাইলের মূল্য ছিল ১৫ হাজার টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে এই মহিলা। মহিলা বলেন, সেখানে কর্মরত ছিল বেসরকারি নিরাপত্তাকর্মী, পুলিশ কর্মী এবং টি এস আর জওয়ান।