আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগষ্ট || সেলফি নিতে গিয়ে নীরমহলের রুদ্রসাগরে জলের নিচে তলিয়ে যায় ২৩ বছরের এক যুবক। যুবকের নাম শুভ্রজিৎ সাহা। উদ্ধার কাজে হাত দেন ফায়ার সার্ভিস ও এন ডি আর এফ সহ মেলাঘর থানার পুলিশ। জানা যায়, শুভ্রজিৎ সাহা আগরতলা বাধারঘাটস্থিত শান্তি পাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, অতিরিক্ত বৃষ্টির কারনে রুদ্রসাগরের জলের মাত্রার অধিক ফুলে ওঠে। রুদ্র সাগরের জলে নামা নিষিদ্ধ থাকলেও শুভ্রজিৎ সাহা ওর বন্ধুবান্ধব সহকারে পার্সোনাল নৌকা ভাড়া করে জলে ঘুরতে যায়। অবশেষে নৌকার উপর বসে সেলফি নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জলে ডুবে যায় শুভ্রজিৎ। তার সাথের বন্ধুরা ওকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে।
পরে খবর দেয়া হয় মেলাঘরের ফায়ার সার্ভিসকে। উদ্ধারকাজে হাত লাগায় ফায়ার সার্ভিস সহ এন ডি আর এফ প্রতিনিধিরা। দীর্ঘ ৪ ঘন্টা পর রাতে শুভ্রজিতের মৃতদেহ উদ্বার হয় রুদ্রসাগরের জল থেকে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে।