আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগষ্ট || রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের মতোই উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলেবাসা দ্বাদশ মান বিদ্যালয়ের মাধ্যমিকে অউর্ত্তীন্ন ছাত্র-ছাত্রীদের রাস্তা অবরোধ করে। মঙ্গলবার ছাত্রছাত্রীদের এই অবরোধে আটকে পড়ে প্রচুর গাড়ি সহ দূরপাল্লার মাল বোঝাই বেশ কয়েকটি লরি। অবরোধে ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় শিক্ষক-শিক্ষিকাদের সহ প্রশাসনের।