গোপাল সিং, খোয়াই, ০৬ আগষ্ট || খোয়াই চেবরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বাইজালবাড়ী স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার উদ্বোধন পর্ব শেষে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ফেরাতে ছোট ছোট উপস্বাস্থ্য কেন্দ্রগুলো খুবই প্রয়োজন। পাশাপাশি করোনা ভ্যাকসিনের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার জনগনের উন্নয়নের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিনকার অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক পিনাকি দাস চৌধুরী, সমাজসবী অমিত রক্ষিত সহ অন্যান্যরাও ভাষন রাখেন।