মহিলা সুরক্ষা কর্মশালায় এক মহিলার উপর প্রধানের স্বামীর আক্রমণ, প্রতিবাদে মহিলাদের পথ অবরোধ

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৬ আগষ্ট || শাসকদলের প্রধানের স্বামী এক মহিলাকে দলীয় সভায় মারধর করেন বলে অভিযোগ। ক্ষুব্ধ হয়ে মহিলারা পথ অবরোধ করে সোনামুড়া কুলুবাড়ী কাজিটিলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল যায় পুলিশ। পুলিশ গিয়ে মহিলার অভিযোগ শুনেন।
ঘটনার বিবরণে জানা যায়, কুলুবাড়ী গ্ৰাম পঞ্চায়েতে শাসক দলের মহিলা মোচার সভা অনুষ্ঠিত হয় কুলুবাড়ী সুকান্ত কমিউনিটি হলে। যদিও গ্ৰামের মহিলাদেরকে বলা হয় রেগার কাজ নিয়ে বৈঠক, সেখানে বিভিন্ন এলাকা থেকে মহিলার জড়ো হয়। উপস্থিত ছিলেন বক্সনগর ব্লকের ভাইস চেয়ারম্যান এরশাদ মিয়া, মন্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা সহ অনান্য নেতা ও নেত্রীরা। সভা চলাকালীন ভাষনে যখন নেতার বলছেন সি পি আই (এম) মহিলাদের কিছুই দেয় নি, আমার মহিলাদের জন্য সব দিচ্ছি, তখন রুফিয়া খাতুন নামের ওই মহিলা সভাস্থলে বলে উঠে, সিপিআই(এম), বিজেপি, কংগ্রেস, কেউ আমাদেরকে কিছুই দিচ্ছে না। এই কথা বলতেই কুলুবাড়ী গ্ৰাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা মন্ডল কৃষাণ মোচার সম্পাদক খুরশেদ আলম মজুমদার মহিলাকে ধরে সভাস্থলে প্রচন্ড মারধর করে বলে অভিযোগ। অন্যনা মহিলারা বাঁচাতে চাইলে তাদেরকে হল ঘরে তালা বন্ধি করে রাখে প্রধানের ছেলে, এমনটাই অভিযোগ রয়েছে। প্রধানের স্বামী বিরুদ্ধে বিভিন্ন নেশা কারবারে সাথে জড়িত, এমনকি গত ৪ঠা জুলাই রাস্তার পাশে সাইড ওয়াল নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে ছিলো খুদ বিজেপি যুব মোর্চার সম্পাদক সহ এলাকার জনগণ। দূর্নীতি খবর প্রকাশের পর বক্সনগর যুব মোর্চার সম্পাদক ইকবাল হোসেনের উপর প্রানঘাতি হামলাও চালায় প্রধানের স্বামী খুরশেদ আলম। পরবর্তী সময় থানায়ও মামলা হয়। এখনো মামলা চলছে প্রধানের স্বামী বিরুদ্ধে। প্রধানের স্বামীর অত্যাচারে অতিষ্ট এলাকার সাধারণ জনগণ বলে জানায় এলাকাবাসী। আজকের এই সভায় বক্সনগর ব্লকের ভাইস-চেয়ারম্যান সহ মন্ডল সভাপতির সামনে এই ধরনের ঘটনায় কিন্তু দর্শকের ভূমিকা পালন করছে বিজেপি নেতৃত্বরা। অথচ সভার উদ্দেশ্যে ছিলো মহিলাদের সুরক্ষা। আর এই মহিলা সুরক্ষা কর্মশালায় মহিলার উপর এমন আক্রমণ? এই ঘটনা এলাকায় জানাজানি হতেই গোটা সোনামুড়া মহকুমা জুড়ে ছিঃ ছিঃ রব উঠেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*