আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ০৬ আগষ্ট || কৈলাসহর জেলা কংগ্রেসের এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল সংগঠিত হয় শুক্রবার। মোদী শাসনে জ্বালানি তেল, রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, কৃষক বিরোধী কালো আইন প্রত্যাহার এবং পেগাসাস স্পাইওয়্যার কান্ডের প্রতিবাদে কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে এদিন ঐতিহাসিক বিক্ষোভ মিছিল প্রত্যক্ষ করলো কৈলাসহরবাসী। নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান সাহেব। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজীৎ সিনহা।