আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগষ্ট || প্রতি তিন মাস অন্তর অন্তর বিজেপি’র বিভিন্ন মোর্চার কার্যকরীণি বৈঠক অনুষ্ঠিত হয়। তারই অঙ্গ হিসেবে শনিবার সদর জেলা ওবিসি মোর্চার কার্যকরীণি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন আগরতলার কল্যাণী এলাকার প্রিতম বিয়েবাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা, শিক্ষা ও আইন বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ সম্পাদক টিঙ্কু রায়, সদর জেলা ওবিসি মোর্চার সভাপতি সুকান্ত পাল সহ অন্যান্যরা।