তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। যেখানে অলিগলিতে দেখতে পাবেন কংক্রিটের দেয়ালে উঁকি দিচ্ছে ইউএসবি পোর্ট। এটা আসলে পেনড্রাইভেরই পোর্ট। একে বলা হয় ইউএসবি ডেড ড্রপ।
নিউইয়র্কের মানুষের যাতায়াতের স্থানেই এরকম পেনড্রাইভ বসানো হয়েছে। এটা অনেকটা ফাইল স্টোরেজ এবং শেয়ারিংয়ের একটা মাধ্যম হিসেবে কাজ করে।
২০১০ বার্লিনভিত্তিক শিল্পী আরম বারথল নিউইয়র্কে শুরু করেন ইউএসবি ডেড ড্রপ নেটওয়ার্ক। তিনি নিউইয়র্কের ফ্যাট ল্যাব আর্ট ও টেকনোলজি কালেকটিভের সদস্যও। তার ইউএসবি ডেড ড্রপ প্রকল্প বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
রাস্তায় হাঁটতে হাঁটতে ল্যাপটপ বা স্মার্টফোন গুঁজে প্রয়োজনীয় ফাইল অতি সহজে ট্রান্সফার করার মতো নতুন পথ পেয়ে বেশ খুশি সেখানকার বাসীন্দারা।।
ইউএসবি ডেড ড্রপে থাকে মূলত মেমোরি ড্রাইভ। প্রাথমিক অবস্থায় এতে deaddrops-manifesto.txt ও readme.txt ফাইল ছাড়া পুরোটাই থাকে ফাঁকা। দুটো ফাইলে লেখা থাকে কীভাবে ডেড ড্রপ ব্যবহার করবেন আপনি। আপনার শহরে ইউএসবি ডেডড্রপ নেটওয়ার্ক শুরু করতে পারেন আপনি।