আন্তর্জাতিক ডেস্ক ।। বিশ্বে দরিদ্রদের জীবনমানের উন্নয়ন ঘটাতে উদ্যোগী হয়েছেন বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস। আগামী ১৫ বছরে বিশ্বে দরিদ্রদের দেখভাল করবেন এই দম্পতি।
বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস গতকাল এক যৌথ বিবৃতিতে তাদের প্রযুক্তিনির্ভর নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন, যা ২০৩০ সাল নাগাদ বিশ্বের লাখ লাখ লোককে দারিদ্র্যমুক্ত করতে সহায়তা করবেন তারা।
গেটস ফাউন্ডেশন বিশেষ করে স্বাস্থ্য, কৃষি, ডিজিটাল ব্যাংকিং ও অনলাইন শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আনবে। সম্প্রতি দেয়া দেয়া এক সাক্ষাৎকারে মেলিন্ডা বলেন, আগামী ১৫ বছরে বিশ্বে ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় দরিদ্রদের জীবনমানের উন্নয়ন দ্রুতই ঘটবে।
তিনি বলেন, শিশু মৃত্যুহার অর্ধেকে নেমে আসবে, পোলিও নির্মূল হবে এবং ভ্যাকসিনের মাধ্যমে আফ্রিকার মারণঘাতী রোগ ম্যালিরিয়া মোকাবেলা করা যাবে।
২০০৯ সাল থেকে প্রতিবছরই গেটস ফাউন্ডেশনের রূপরেখা নিয়ে বিল গেটস দম্পতি বিবৃতি প্রকাশ করে থাকেন। এবারের বিবৃতিতে গেটস দম্পতি আরো বলেন, কৃষিখাতে উদ্ভাবনের মাধ্যমে আফ্রিকা ২০৩০ সাল নাগাদ খাদ্যে নিরাপত্তা অর্জন করবে।
মেলিন্ডা বলেন, আফ্রিকায় ১০ জনের সাতজনই কৃষক। তাদের খরা প্রতিরোধী নতুন বীজ দেয়া হলে তারা পরিবর্তিত আবহাওয়াতেও অধিক ফলনে সক্ষম হবে। তাদের পরিবারের খাদ্য যোগান দিতে এবং উদ্বৃত্ত শষ্য বিক্রি করতে পারবে।
কেনিয়ায় মোবাইল ব্যাংকিং জনপ্রিয়। গেটস ফাউন্ডেশন তানজানিয়া, ভারত, বাংলাদেশ, ফিলিপাইন ও উগান্ডার দরিদ্রদের মধ্যে মোবাইল ব্যাংকিং চালুর লক্ষে কাজ করে যাচ্ছে।
একশ’রও বেশি দেশে গেটস ফাউন্ডেশনের তহবিলের পরিমাণ ৪ হাজার ২০০ কোটি ডলার। প্রকল্প ও উদ্ভাবনী বিষয়ে অর্থায়ন করা ছাড়াও ফাউন্ডেশনটি সরকারের সঙ্গে নীতি রূপায়নেও কাজ করছে। সূত্র : সিএনএন