আন্তর্জাতিক ডেস্ক ।। সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ আর নেই। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। খবর আলজাজিরা ও বিবিসির।
শুক্রবার ভোরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বাদশাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তার ভাই সালমান (৭৯) নতুন বাদশা হিসেবে দায়িত্ব নিয়েছেন বলে সরকারি ওই বিবৃতিতে বলা হয়।
নতুন বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ এর আগে প্রতিরক্ষামন্ত্রী ও প্রথম উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। গত পাঁচ দশক ধরে রাজধানী রিয়াদের গভর্নরের দায়িত্বও পালন করছিলেন তিনি।
ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন বাদশা আব্দুল্লাহ। বাদশা হাসপাতালে থাকায় যুবরাজ সালমান এরইমধ্যে সৌদি অধিপতির দায়িত্ব পালন করছিলেন।
তৎকালীন বাদশাহ ফাহাদের মৃত্যুর পর ২০০৫ সালের আগস্টে রাজতান্ত্রিকভাবে সৌদি আরবের বাদশাহ হিসেবে দায়িত্ব নেন আব্দুল্লাহ। প্রচলিত তথ্যমতে, ১৯২৪ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন তিনি।
বাদশাহ আব্দুল আজিজের ৩৭ সন্তানের মধ্যে ১৩তম ছিলেন আব্দুল্লাহ। ১৯৬২ সালে সৌদি ন্যাশনাল গার্ডের কামান্ডার এবং ১৯৮২ সালে দেশটির ক্রাউন প্রিন্স ও ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হন তিনি।
২০১২ সালে মিসরের রাজনৈতিক পরিবর্তনকালীন ভূমিকা এবং ২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে অংশগ্রহণের ঘটনায় বেশ আলোচিত হন বাদশাহ আব্দুল্লাহ।
বাদশাহের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।