আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ আগষ্ট || করোনা কালীন পরিস্থিতিতে প্রথম সারির যোদ্ধাদের মধ্যে সৌভাতৃত্তের বন্ধনকে আরো সদৃর করতে রাখি উৎসবের আয়োজন করে ‘আমার ত্রিপুরা’ ফেসবুক পেইজ এবং ‘বিল্ড এঙ্গেল গ্রুপ অফ অর্গানাইজেশন’। রবিবার সকালে ‘আমার ত্রিপুরা’ ফেসবুক পেইজ এবং ‘বিল্ড এঙ্গেল গ্রুপ অফ অর্গানাইজেশনের’ যৌথ উদ্যোগে রাখি বন্ধন উপলক্ষে সংস্থার সদস্য সদস্যারা আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকদের, পশ্চিম থানায় কর্মরত পুলিশ কর্মীদের, আইজিএম হাসপাতালে কর্মরত চিকিৎসকদের এবং আখাউড়া চেক পোস্টের বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে দিনটি উৎযাপন করেন।