আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট || দীর্ঘ যকৃত জনিত রোগ ভোগের পর বুধবার বিকেল তিনটায় ধলেশ্বরস্থিত নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রথিতযশা সাংবাদিক তথা শঙ্করাচার্য বিদ্যানিকেতনের অবসরপ্রাপ্ত কৃতী শিক্ষক গৌতম কর ভৌমিক (শুভাশীষ)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৪ বছর। স্ত্রী ও একপুত্র সহ অসংখ্য গুনমুগ্ধ স্বজন রেখে গেছেন তিনি। তাঁর এই আকাল প্রয়ানে গভীর শোক ও শ্রদ্ধা জানায় রাজ্যের সাংবাদিকদের সবকটি সংগঠন। সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানায়। চারদশকের বর্নময় কর্মজীবন গৌতম কর ভৌমিক বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি খেলারমাঠের সংবাদ সংগ্রহ ও পরিবেশনায় অমলিন কৃতিত্বের ছাপ রেখে গেছেন। এছাড়া, রেডিও এবং টেলিভিশন থেকে দেশ, বিদেশের খবর স্থানীয় পত্রিকায় পরিবেশনার ক্ষেত্রে বিশেষ নৈপূন্য ছিল গৌতম কর ভৌমিকের লেখনীতে। তাঁর হাত ধরে বেশ কয়েকজন সাংবাদিকের অনুশীলন হয়েছে এরাজ্যে, যারা কৃতিত্বের ও নিষ্ঠার সঙ্গে এখনও পেশার মর্যাদা ধরে রেখেছেন। “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এর জন্মলগ্ন থেকেই তিনি বিভিন্নভাবে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানকে সাহায্য করে গেছেন।
গত পাঁচবছর ধরে তিনি যকৃতের অসুখে ভোগছিলেন। কয়েকবার হাসপাতালে চিকিৎসিতও হয়েছেন এবং এমাসের দুই তারিখ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন, কিন্তু অসুখ সারেনি। ফলে, বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। পরিজনদের শুভকামনা ও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে এদিন বিকেলে তিনি প্রয়াত হন।
“নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” তাঁর বিদেহি আত্মার চির শান্তি কামনা করে।