আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৯ আগষ্ট || বক্সনগর ব্লকের সমস্ত বুথে ‘মন কি বাত’ অনুষ্ঠিত হলেও মূল অনুষ্ঠান হয় ভেলুয়ার চরে। প্রধানমন্ত্রী মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে সারা ভারতবর্ষে সাধারণ মানুষের সুখ দুঃখের কাহিনী ‘মন কি বাতে’ শেয়ার করার ব্যবস্থা করেছ। উক্ত মন কি বাত অনুষ্ঠানটি প্রতি মাসের ২৯ তারিখ র্নিধারন করেছেন কেন্দ্রীয় সরকার। তারই সুত্র ধরে বক্সনগর ব্লকের ২৮টি গ্রাম পঞ্চায়েতের মন কি বাত ইনচার্জ দ্ধারা প্রোগ্রাম পরিচালনা করা হয়েছে।নির্ধারিত সময় সকাল সাড়ে নয়টা বক্সনগর ব্লকের বিভিন্ন বুথের কার্যকারিতাগণকে নিয়ে পার্টি অফিসে হল ঘর অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রথমে ভারত মাতার প্রতিকৃতিতে ফুল মালা প্রদীপ প্রজ্জলন দিয়েই মন কি বাত অনুষ্ঠান শুরু। ভেলুয়ার চর গ্রাম পঞ্চায়েত হল ঘরে লোক জন সমাগম বেশী হয়েছে। আকর্ষণীয ছিল এল ই ডি’র বড় পর্দার মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রী মন কি বাতের ভাষন শুনা এবং বিভিন্ন বিষয়ে জানা।