আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগষ্ট || আগরতলা কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ন বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, বিজেপি রাজ্য প্রভারী বিনোদ সোনকর, বিধায়ক সুরজিৎ দত্ত, রামপ্রসাদ পাল, সুশান্ত চৌধুরী, সুরজিৎ দত্ত সহ অন্যান্যরা। বৈঠক শেষে বিধায়ক সুরজিৎ দত্ত বেরিয়ে আসলে উনাকে সাংবাদিকরা প্রশ্ন করেন কি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিধায়ক সুরজিৎ দত্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ত্রিপুরা বিজেপি দলকে কি করে আরো শক্তিশালী করা যায়, সেসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ত্রিপুরা মন্ত্রিসভার রদবদল নিয়ে বিধায়ক সুরজিৎ দত্তকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, বৈঠকে এসব বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।