আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগষ্ট || সম্প্রসারিত হল রাজ্য মন্ত্রিসভা। রাজ্যে ৮ জন মন্ত্রী থাকলেও মন্ত্রিসভায় জায়গা পেলেন আরও ৩ জন বিজেপি বিধায়ক। এরা হলেন বিধায়ক রামপ্রসাদ পাল, ভগবান দাস ও সুশান্ত চৌধুরী। মঙ্গলবার বিকেল ৩টায় রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ নিলেন রাজ্যের নয়া তিন মন্ত্রী। এদিন তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। এসময় রাজভবনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ সহ অন্যান্যরা।
সুশান্ত চৌধুরীকে দেওয়া হয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর, ক্রীড়া দপ্তর ও পি ডব্লিউ ডি (ডি ডব্লিউ এস) দপ্তর। রামপ্রসাদ পালকে দেওয়া হয়েছে সংখ্যালঘু উন্নয়ন ও কারা দপ্তর এবং ভগবান দাস পেয়েছেন তপশিলি জাতি কল্যাণ ও প্রানী সম্পদ দপ্তর।