২৩শে জানুয়ারী – বর্ণাঢ্য শোভাযাত্রার আকর্ষনে প্রচুর মানুষের ভীড় রাজপথে

Netaji.7দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৩ জানুয়ারী ।। ২৩শে জানুয়ারী ভারতের বীর সেনানী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস দেশজুড়ে পালিত হয়েছে সাড়ম্বরে। সাড়ম্বরে। রাজ্যে নেতাজীর জন্মদিবসের মূল অনুষ্ঠান পালিত হয় নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে। প্রতিবছর স্কুল থেকে বর্নাড্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
নেতাজী সুভাষ বিদ্যানিকেতন থেকে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১১৯ তম জন্মদিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য Netaji.1শোভাযাত্রাতে প্রায় ২৬টি বিভিন্ন বিষয়ের উপর সুসজ্জিত র‍্যালী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বর্ণাঢ্য র‍্যালী চাক্ষুষ করতে রাজপথের দু’ধারে অগুন্তি মানুষ ভীড় করে। নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের তৃতীয় থেকে একাদশ শ্রেনীর পড়ুয়ারা সহ বিভিন্ন ক্লাসের চূড়ান্ত পরীক্ষায় বসতে যাওয়া শিক্ষার্থীরাও শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*