ফরেস্ট রেঞ্জ প্রোডাকশন বাহিনীর অভিযানে বিশাল পরিমান অবৈধ গাছের লক উদ্ধার

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০১ সেপ্টেম্বর || বক্সনগর আর ডি ব্লকের অওতাধীন সীমান্তবর্তী মুসলিম অধ‍্যুষিত গ্রামটি হল রহিমপুর। অবৈধ পাচাঁর বাণিজ‍্যের করিডোর হিসাবেও পরিচিতি রয়েছে রহিমপুরের। বক্সনগর ফরেস্ট রেঞ্জের প্রোডাকশন ইউনিট অফিসারের নিকট গোপন খবর ছিল যে রহিমপুরে নির্জন স্থানে অবৈধ কাঠ লুকিয়ে রেখেছে। উক্ত গোপন সংবাদের সুএ মোতাবেক মঙ্গলবার সকাল নয়টার সময় প্রোডাকশন ইউনিট ইনচার্জ চিম্ময় মালাকারের নেতৃত্বে পেট্রোল বাহিনী নিয়ে রহিমপুর নির্জন কবরস্থানে তল্লাশি চালিয়ে অবৈধ বিশাল গাছের লক উদ্ধার করা হয়। অবৈধ গাছের লকগুলি বক্সনগর বন বিভাগের অফিসে নিয়ে আসে। লক গুলো চিড়িয়ে একশত ফুট কাঠ হবে ধরে নিয়েই বাজার মূল্য ৭০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন চিম্ময় মালাকার।বক্সনগর এলাকায় অনেক অবৈধ কাঠ পাঁচারকারি রয়েছে। বন কেটে চোরাই মেইলে চিড়িয়ে রাতা রাতি আমির হয়ে গেছে। কিন্তু তাদেরবিরুদ্ধে কেন ব‍্যবস্থা নিচ্ছে না রেঞ্জার বাবুরা। তবে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, আগামী দিনেও নাকি এই রকম অভিযান জারি থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*