আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ সেপ্টেম্বর || ১লা সেপ্টেম্বর আন্তর্জাতিক যুদ্ধ বিরোধী দিবস। এই দিনে পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সূচনা করে হিটলারের নেতৃত্বে নাজি বাহিনী। যুদ্ধের বিরুদ্ধে গর্জে উঠেন বিশ্বের সমগ্র বুদ্ধিজীবী সমাজ। এই দিনটিকে স্মরণ করে রাখতে সারা বিশ্বে বিভিন্ন শান্তি এবং লেখক শিল্পী সংগঠনগুলি পালন করে যুদ্ধ বিরোধী দিবস হিসেবে। সারা দেশেও আজ এই দিনটিকে যুদ্ধ বিরোধী দিবস হিসেবে পালন করছে সারা ভারত শান্তি এবং সংহতি সংগঠন (AIPSO)।
বুধবার রাজধানী আগরতলার রাজপথে সারা ভারত শান্তি এবং সংহতি সংগঠনের (AIPSO) ডাকে যুদ্ধ বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। যাতে অংশ নেয় রাজ্যের বিশিষ্ট লেখক, শিল্পী, চিকিৎসক, অধ্যাপক সহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ছাত্র যুবরা। মিছিলে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার। মিছিল শুরু হয় অফিস লেন থেকে। মিছিল রাজপথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনিতে এক সভায় মিলিত হয়। সভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট চিকিৎসক AIPSO রাজ্য কমিটির অন্যতম সম্পাদক ডাঃ যুধিস্থির দাসের সভাপতিত্বে। সভায় বক্তব্য রাখেন AIPSO রাজ্য সম্পাদক দেবব্রত গোস্বামী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত এবং AIPSO রাজ্য কমিটির অন্যতম সম্পাদক চিকিৎসক ডাঃ যুধিস্থির দাস। সভায় সকল বক্তাগণ আজকের দিনের তৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন।