দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৩ জানুয়ারী ।। বিদ্যার দেবীর আবাহনে সর্বত্রই ব্যস্ততা – শেষ লগ্নের পূজোর পরিবেশে কোথাও পড়ুয়াদের প্যান্ডেল তৈরীর ছবি, কোথাও মৃৎ শিল্পী শেষ তুলির টানে সেরে নিচ্ছেন মূর্তি তৈরীর কাজ। শ্রী পঞ্চমীর পূন্য তিথিতে শিক্ষার্থী, শিক্ষাঙ্গন, বিভিন্ন সংস্থা থেকে গৃহস্তের ঘরেও পূজোর ব্যস্ততা। বাগদেবীর বন্দনায় সকলেই বিদ্যাবুদ্ধির আশীর্বাদ প্রাপ্তির ঐকান্তিক নিবেদন জানাবে দেবীর শীচরনকমলে। শেষ প্রহরের পূজোর ব্যস্ততার মধ্যে মূর্তিপাড়ায় দেখা গেছে মৃৎ শিল্পী তুলির টানে বিদ্যাদেবীকে চক্ষুষ্মান করে তুলেছেন, শহরের পথেই দেখা গেছে গাড়ীতে নিয়ে উচ্ছাসে আনন্দে গন্তব্যের পথে স্কুল পড়ুয়ারা, দেখা গেছে দর কষাকষি করে মূর্তি নিয়ে চলেছেন অনেকেই।
বলাই বাহুল্য বাগদেবীর বন্দনার সুর ধ্বনিত হচ্ছে প্রকৃতিতে বিশুদ্ধ পঞ্জিকা মতে এবার বাগদেবীর পূজোর নির্ঘণ্ট শনিবার, পঞ্জিকা মতে রবিবারেও পূজোর বিধান রয়েছে। বিশুদ্ধ পঞ্জিকা মতে শনিবার শ্রী পঞ্চমীর সূচনা হবে সকাল ১০টা ৩৯মিঃ, চলবে রবিবার সকাল ৮টা ২২মিঃ পর্যন্ত। উপকরন আয়োজনে যে যার সুবিধেমত বিদ্যাদেবীর পূজোয় ব্রতী হবেন – শোনা যাবে পুরোহিতের মন্ত্রোচারনে “নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহস্তুতে” ।।