দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৩ জানুয়ারী ।। ‘তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব’ – নেতাজী সুভাষ চন্দ্র বসুর এই উদাও আহ্বানে কোটি কোটি ভারতবাসীর আত্মত্যেগের মধ্য দিয়ে ব্রিটিশ শাসনের অবসান হয়েছিল। দেশ মাতৃকার বীর সৈনিক নেতাজী আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রিটিশের যে যুদ্ধ শুরু করেছিলেন তার ফলশ্রুতি পরাধীনতার শেষে স্বাধীনতা প্রাপ্তি।
ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১১৯ তম জন্মদিবস গোটা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হয়েছে যথাযথ সন্মান শ্রদ্ধার সঙ্গে, প্রত্যেক বছরের মত আগরতলার নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে নেতাজীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি রাজ্যের তথ্যমন্ত্রী ভানুলাল সাহা, উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায় সহ অন্যান্যরা। বক্তারা সুভাষ চন্দ্র বসুর জীবন নিয়ে আলোচনায় নেতাজীর প্রতি যথাযথ সন্মান প্রদানে আরো বেশী কার্যকর ভূমিকার কথা বলেন।